
নিজস্ব প্রতিবেদন ঃ দেশ প্রেম থেকে শুরু করে সমাজসচেতনতামূলক বিভিন্ন সঙ্গীত রচনা করে তাতে সুর দিয়ে চলেছেন সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। ধারাবাহিকভাবে সঙ্গীত রচনা করে তাতে সুর প্রদানের মাধ্যমে বিভিন্ন মহলে সাড়া ফেলেছেন শিলিগুড়ির সঙ্গীত শিল্পী অদিতিদেবী।আসলে অদিতিদেবীর ইচ্ছে ছিলো সুরকার গীতিকার হবেন, তা তিনি সত্যি আজ করে দেখিয়েছেন একের পর এক সামাজিক সচেতনতার ওপর সঙ্গীত রচনা করে।এবার বিদ্রোহী
কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি তৈরি
করেছেন গান। সন্তানের বিয়োগ ব্যথায় কাতর কবি নজরুলের হৃদয়ের যে ব্যথা, তা খুব সুন্দর করে অদিতিদেবী তার লেখা গানের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন।
বিচ্ছেদ ব্যথার কি যন্ত্রণা তা
অদিতিদেবী ভালো করেই জানেন। তাই কবির ব্যাথাতুর হৃদয়কে তিনি অনুভব করে
সংগীতটি রচনা করেন। আর এই সঙ্গীতের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামকে অদিতি দেবী তার অন্তরের শ্রদ্ধা জানিয়েছেন।
