
নিজস্ব প্রতিবেদন ঃ বিদেশে মাঠ হচ্ছে বেশি,নার্সিং হোম কম।আমাদের এখানে মাঠের সংখ্যা কমছে,নার্সিং হোম বাড়ছে।বিশিষ্ট এথলেট প্রশিক্ষক দেবকুমার দে খবরের ঘন্টাকে এই অভিমত জানালেন। বহু বছর ধরেই লং জাম্প, হাই জাম্প থেকে দৌড়ের প্রশিক্ষণ দিয়ে চলেছেন দেবকুমারবাবু।তিনি এথলেটিক্সে অনেক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় উপহার দিয়েছেন।একসময় এথলেটিক্সে শিলিগুড়িতো বটেই রাজ্য স্তরেও তিনি গোটা মাঠে ক্রীড়াপ্রেমীদের প্রচুর হাততালির সঙ্গে পুরস্কার জিতেছেন।এখনো এসজেডিএতে কাজের ফাঁকে তিনি প্রতিভাবান এথলেট খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনকার ছেলেমেয়েরা হাঁটাহাটি, শরীর চর্চা ছেড়ে যেভাবে ফার্স্ট ফুড এবং মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তারজন্য উদ্বেগ প্রকাশ করেন দেবকুমারবাবু।তিনি বলেন,পড়াশোনার ফাঁকে ছেলেমেয়েরা যত মাঠমুখো হবে ততই তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে।

আরও বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে–