
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ৫ই মে ভগবান গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী। আর এই বিশেষ দিন উদযাপনের জন্য শিলিগুড়ি ও তার আশপাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দর্শন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভগবান বুদ্ধের অন্যতম দর্শন ছিলো পঞ্চশীল নীতি।তার একটি হলো প্রানী হত্যা না করা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিকিৎসক ডাঃ সুমনা বড়ুয়া বলেছেন,নিরামিষ খাদ্য গ্রহনে মানুষের স্বাস্থ্য ভালো থাকে।আমিষ খাদ্য গ্রহনের প্রবনতা মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধির জন্ম দিচ্ছে। সর্বোপরি মানুষ সুখ দুঃখ অতিক্রম করে বেশ ভালো বা শান্তিতে থাকতে পারবে পঞ্চশীল দর্শন মনেপ্রাণে মেনে চললে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—