
- নিজস্ব প্রতিবেদন ঃ নিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করছেন রমজান মাস। শুক্রবার রমজান মাসের শেষ শুক্রবার ছিলো। এদিন নামাজ পাঠ করা হয় শিলিগুড়ি হিলকার্ট রোডের জামা মসজিদের সামনে। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন রকম পোশাক, খাবারের সামগ্রী ও বিভিন্ন উপকরণ নিয়ে দোকান বসেছিল হিলকার্ট রোডে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও শিলিগুড়ি থানার পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকাটি। অন্যদিকে শিলিগুড়ি পুর সভার উদ্যোগে মসজিদের সামনের রাস্তা ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। শনিবার পবিত্র ঈদের মধ্য দিয়েই পালন করা হবে দিনটি। নামাজ পাঠের মধ্য দিয়ে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতিবছর দিনটি উদযাপন করা হয়।
- বিস্তারিত নিচের লিঙ্কে —
- https://youtu.be/Iqv9w70tozI