ফাগুনের গান দুষ্ট মিস্টি

নিজস্ব প্রতিবেদন ঃ সদ্য মুক্তি পেল ছোট ছবি “ফাগুন”এর গান ‘দুষ্টু মিষ্টি’। ”ফাগুন” বাংলায় ফাল্গুন মাসের নাম অনুসারে হয়েছে। এই সময় যেমন প্রকৃতি নিজেকে সবুজের যৌবনে রাঙিয়ে তোলে তেমনি এই ছবিতে আমরা প্রেম দেখতে পাবো। কর্মহীন বর্তমান সময়ের যুবক যুবতীদের যা অবস্থা তা কিছুটা দেখতে পাওয়া যাবে এই ছবিতে। একটি প্রেম কিভাবে জীবন থেকে হারিয়ে যায়, যা আমাদের কমবেশি অনেকেরই অভিজ্ঞতা রয়েছে। এই ছবির গল্প একদমই অচেনা নয়, চেনা গল্পই একটু ভিন্ন স্বাদে উপস্থাপন করা হয়েছে। যারা এখনো যৌবনের আঙিনা পার হয়নি তাদের খুবই চেনা গল্প হবে, আশা করা যায় তারা অনেকেই নিজেকেও এই গল্পে খুঁজে পাবে। কমবেশি সব বয়সের মানুষই এই গল্পে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা খুঁজে পাবেন। গানটি খুব সহজভাবে লেখা এবং সুরেও কোনো জটিলতা রাখা হয়নি। গানের কথা এবং সুর শুনে যাতে করে সবারই মনে হয় যে, যে কেউ গাইতে পারবে, এই ভেবেই করা হয়েছে। ছবিটির নির্দেশনায় ছিলেন জলপাইগুড়ির ছেলে সুজিত কুমার বর্মণ এবং সহযোগী হিসাবে ছিলেন দেবাশিস কুন্ডু। ডিওপি এবং এডিট করেছেন তড়িৎ বরণ সরকার। সুর এবং গানে ছিলেন ধ্রুবজ্যোতি ঘোষাল। প্রোডাকশন ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন টুবাই রায় ব্রহ্ম। অভিনয়ে ছিলেন দীপঙ্কর মন্ডল, অন্তরীপা দাস, রীনা চক্রবর্তী, রমেশ মাহাতো, লিটন সরকার, অনিরুদ্ধ এবং । ছবিটি AfterZ Entertainment এর প্রোডাকশন হাউস থেকে মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই।