শিলিগুড়ি শিল্প তালুকে করোনার টিকাকরন

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার বিরুদ্ধে গোটা দেশে লড়াই চলছে। দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আসতে পারে বলে বিভিন্ন মহলে খবর। এই অবস্থায় সর্বত্র টিকাকরনের ওপর জোর দেওয়া হচ্ছে। শিলিগুড়ি সেভক রোডে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শিল্প তালুক এলাকায় শ্রমিকদের মধ্যে টিকাকরন অনুষ্ঠিত হল চারদিন ধরে।এগারশোর ওপর শ্রমিক কর্মচারিকে সেখানে টিকা দেওয়া হয়।করোনা পর্ব চলতে থাকায় শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আর শিল্প কারখানা সব রুগ্ন হতে থাকলে শ্রমিকদের যেমন সমস্যা তেমনই সামগ্রিকভাবে অর্থনৈতিক পরিস্থিতি আরও মন্দা হতে বাধ্য। এই অবস্থায় শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখতে এবং কারখানার প্রধান শক্তি শ্রমিকদের সুস্থ রাখতে ওই সংগঠন গুরুত্বপূর্ণ ওই টিকাকরন কর্মসূচি নেয়।