সূর্যসেন মহাবিদ্যালয়ে শীতল পানীয় জলাধার

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ে মঙ্গলবার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি দেশবন্ধু পাড়া শাখা ওই উদ্যোগ নেয়।কলেজ চত্বরে বসানো একোয়াগার্ড ওয়াটার কুলার থেকে জল পান করতে পারবে ছাত্রছাত্রীরা।সেই একোয়াগার্ড ওয়াটার কুলার উদ্বোধন করে ব্যাঙ্কের আঞ্চলিক প্রধান অসীম কুমার পাল বলেন, জল হচ্ছে জীবনের অঙ্গ। বিশুদ্ধ পানীয় জল পান করা সকলের দরকার। আর ইউনিয়ন ব্যাঙ্ক কর্পোরেট সোস্যাল রেসপনসেবলিটির অঙ্গ হিসাবে ওই কর্মসূচি গ্রহণ করে।সেই শীতল পানীয় জলাধার এর উদ্বোধন অনুষ্ঠানে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অবিনাশ বরাইক, সূর্যসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ প্রনব কুমার মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।