
নিজস্ব প্রতিবেদন ঃ একুশে জুন বুধবার ছিলো বিশ্ব যোগা দিবস। চারদিকে আজকাল রোগ।এই রোগব্যাধি থেকে মুক্তি পেতে যোগার কোনো বিকল্প নেই। শিলিগুড়ি সুকান্ত নগর লাফিং ক্লাবের উদ্যোগে কুন্ডু পুকুর মাঠে প্রতিদিন সকালে যোগাসন ক্লাস হয়। অনেকেই সেখানে শরীর মন ভালো রাখতে যোগাসন ক্লাসে যোগ দেন। একুশে জুন সুকান্ত নগর লাফিং ক্লাব এই যোগ দিবস উদযাপন করে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —