
নিজস্ব প্রতিবেদন ঃ ভুটান পাহাড় থেকে নেমে আসা জল ও ধসের কাদামাটি জয়গা বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তার পরিবেশ নষ্ট করে দিয়েছে। ৫০০ মিটারের বেশি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বুধবার সকালে কাদামাটিতে বহু গাড়ি আটকে পড়ে। এর দরুন সেখানে যানজট সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে ।এর বাইরে আবার জয়ঁগা বাসস্ট্যাণ্ড এলাকায় প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা লেগে আছে। সমস্যায় পড়ছেন
পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দারা । যদিও প্রশাসনের পক্ষ থেকে জেসিবি দিয়ে সড়ক থেকে কাদামাটি সরানোর কাজ চলছে কিন্ত তাতেও সমস্যার সমাধান হচ্ছেনা। ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই পাহাড়ের জল কাদামাটি সব গড়িয়ে চলে আসে জয়ঁগা বাসস্ট্যাণ্ড এলাকার রাস্তায় ।
