খাদ্য দ্রব্যের ওপর জি এস টি প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ একেইখাদ্যশস্যের অনেক দাম। তার উপরে আবার কেন্দ্রীয় সরকারের লাগু করা নতুন করে ৫শতাংশ জি.এস.টি বৃদ্ধির প্রতিবাদে উদ্বিগ্ন সাধারণ ব্যবসায়ীরা।আর এই বিষয়ে কোচবিহারের জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করলো কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি।
তাদের বক্তব্য,যেহারে রোজ জিনিসপত্র সহ জ্বালানি দ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ গরিব মানুষের অবস্থাও শোচনীয়। এরমধ্যে আবার এই ৫ শতাংশ জি.এস.টি বৃদ্ধি, জিনিসপত্রের দাম কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, সেটা ভাবনাচিন্তারও বাইরে!! ব্যবসায়ী সমিতির দাবি, নতুন করে যে পাঁচ শতাংশ জি.এস.টি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তা অতিসত্বর মুকুব করতে হবে। আগের দামেই জি.এস.টি রাখতে হবে বিভিন্ন খাদ্য দ্রব্যের ওপর।