নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু, অভিনন্দন শুভেচ্ছা শোভাযাত্রা

  1. নিজস্ব প্রতিবেদন ঃ এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মর্মু ভারতের নতুন রাষ্ট্রপতি হওয়ার কারণে বিজেপি পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়কে অভিনন্দন মিছিল বের করা হয়।সেখানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন ও বিজেপি কর্মীরা।
    সারা দেশের পাশাপাশি বৃহস্পতিবার শিলিগুড়িতেও দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির একাধিক নেতা কর্মী ও সমর্থক।