জলপাইগুড়িতে মাস্ক বিলি করে সংস্কৃতি দিবস

নিজস্ব প্রতিবেদনঃ করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে জলপাইগুড়ি পুরসভা ও পৌরযুবকরণ জলপাইগুড়ির পক্ষ থেকে রাখী বন্ধন উৎসব উপলক্ষে “সংস্কৃতি দিবস ” উদযাপন করা হয় শহরের থানামোড়ে । বিগত বছরের মতো এবছরও করোনা মহামারীর কারণে এদিন পথ চলতি সাধারণ মানুষ থেকে বাইক চালক , টোটোচালকদের রাখী না পরিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক এবং মিষ্টি মুখের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস দিনটি উদযাপন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ডঃ প্রদীপ কুমার বর্মা । এছাড়াও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কচিকাঁচারা। পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী তথা প্রশাসক বোর্ডের সদস্য দুর্গা রায় ও তাঁর সঙ্গিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ার পার্সেন পাপিয়া পাল, ভাইস চেয়ার পার্সেন সন্দীপ মাহাতো , প্রশাসক বোর্ডের সদস্য দুর্গা রায়, বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ অন‍্যান‍্যরা।