আঁকতে ভুলে গিয়েছিলেন দেবযানী, মা হওয়ার সময় আবার ফিরে এলো আঁকার অভ্যেস

শিল্পী পালিতঃ ছবি আঁকাটা নেশা দেবযানী সেনের। কিন্তু আঁকতে ভুলে গিয়েছিলেন। মা হওয়ার সময় আবার ফিরে এলো আঁকার নেশা, পড়ুন আত্মকথায়—

আমি দেবযানী সেন(কবিতা কবিতা)। পেশা বলতে তেমন কিছু নেই, কিন্তু নেশা আছে কিছু। আমি নেশায় একজন কবি, আমার একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে এই বছর। এছাড়াও আমি একজন আর্টিস্ট।ছোট থেকেই রং তুলির প্রতি একটা আকর্ষণ তো ছিলই, বাড়িতে আঁকাআঁকির একটা পরিবেশ ছিল। এছাড়াও বাঙালি জাতির গান, ছবি আঁকা, কবিতা, নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দিকে একটা ঝোঁক তো থাকেই। প্রায় সব বাড়িতেই ছোট থেকে নাচ, গান, ছবি আঁকা শেখানো হয়।

আমার আঁকার হাতেখড়ি আমার কাকার কাছে, ছোট থেকেই কাকার কাছে আঁকা শিখেছি এবং প্রায়শই বিভিন্ন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। পুরস্কারপ্রাপ্তও হয়েছি বহুবার। জীবনের প্রতিযোগিতায় কোথায় যেন ছবি আঁকা হারিয়ে যেতে থাকে। ব্যাস্ততার কারনে নিজের অজান্তেই প্রিয় শখটা আস্তে আস্তে লুপ্ত হয়ে থাকে। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় তারপর বিবাহিত জীবন সব মিলেমিশে আমি যেন ছবি আঁকতেই ভুলে গেছিলাম। কিন্তু জীবনে এমন একটা সময় আসে যখন আমি প্রথমবার মা হতে চলেছিলাম তখন হাতে অফুরন্ত সময় ছিল আর হাতে ছিল খাতা আর রং পেন্সিল। প্রায় পাঁচ মাস আমি প্রচুর ছবি এঁকেছি। তারপর মা হলাম আবার ব্যস্ত হয়ে পড়লাম নিজের জীবনে।ছেলেও আঁকতে খুব ভালোবাসে তার জন্য আমিও ওর সাথে মাঝে মধ্যেই একটু আধটু আঁকতাম।

ফেসবুক আমার জীবনে যেন এক নতুন দ্বার উদঘাটন করে, ফেসবুকে আসার পর আমি লেখার সঙ্গে সঙ্গে আঁকাও শুরু করি। সব বন্ধুদের ভালোবাসা ও প্রশংসায় আমার মধ্যে লুকিয়ে থাকা আর্টিস্ট আবার ডানা মেলতে শুরু করে। এখন আমি পুরোদমে আবার আমার প্রিয় শখের দিকে ফিরে গেছি। সংসারের কাজ সামলে প্রায় রোজই আমি আঁকার অভ্যাস করছি। আঁকা যেন একটা নেশা তবে ভালো নেশা, সবসময় আমাকে নতুন কিছু সৃষ্টি করতে সাহায্য করছে।

বন্ধু শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আমার এই প্রিয় শখটিকে সে প্রশংসায় ভরিয়ে দিয়েছে এবং আমাকে খবরের ঘন্টার এই সেগমেন্টির জন্য উপযুক্ত মনে করেছে।

3/1 Udayan pally
D P nagar
Belghoria
kol 56