
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃউদ্বেগ কমিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে অনেকটাই কমলো করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে সোমবারের তুলনায় মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। সোমবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। মঙ্গলবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তবে ৩ জনের মধ্যে কেউই শিলিগুড়ির বাসিন্দা নন।মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার চ্যাং কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে কালিম্পং মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দা জয়প্রকাশ গুপ্তা নামে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে পূণ্য প্রসাদ রাই নামে কালিম্পং-এর বাসিন্দা আরও এক ব্যক্তির। অপরদিকে, শিলিগুড়ি কলেজপাড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির বাসিন্দা ৭৩ বছর বয়সী অসীম ভৌমিক নামে এক ব্যক্তির।

মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি সোমবারের তুলনায় মঙ্গলবার শিলিগুড়িতে কমেছে করোনা আক্রান্তের সংখ্যাও।সোমবার শিলিগুড়ি পুরসভা এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৭১ জন। এই সংখ্যাটা প্রায় অর্ধেক হয়ে মঙ্গলবার শিলিগুড়ি পুরসভা এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩২। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ১১ জন। এদিন দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৯ জন।
এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৪ জন, খড়িবাড়ি ব্লকে ১ জন এবং মাটিগাড়া ব্লকে ২০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, জিটিএ এলাকার সুকনায় ৫ জন, বিজনবাড়ি এলাকায় ২ জন, সুখিয়া পোখরিতে ২ জন এবং মিরিক পুর এলাকায় ৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং জেলাতে নতুন করে করোনায় আক্রান্তের কোন খবর নেই। এদিন দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৯২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।