পাঁচ মাসের এই শিশুর হার্টে দুটো ফুটো,মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন গৌতম গোস্বামী

নিজস্ব প্রতিবেদন ঃ পাঁচ মাসের এই শিশুর নাম দিয়া।
দিয়া রাজবংশী। কিন্তু এই বয়সেই ওর হার্টে দুটো ফুটো ধরা পড়েছে। কথা ও বলতে পারে না ঠিকই কিন্তু এই পৃথিবীতে বাঁচার অধিকার ওর-ও রয়েছে। কিন্তু হার্টের এই অপারেশন করতে গেলেতো অনেক টাকার দরকার। অত টাকা কিভাবে সংগ্রহ করবেন দিয়ার বাবা বাদল রাজবংশী?কারন তিনিতো সামান্য রিকশা চালক। কিন্তু বাদল রাজবংশী সেই ব্যয়ভার বহন করতে না পারুন,তার কষ্ট লাঘব করতে যেন অদৃশ্য কোনো পরম শক্তি অন্যরকম মানবিক মুখের প্রতিনিধিকে নিয়ে উপস্থিত। এস জে ডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামী আর দশটি মানবিক কাজের মতো এবারও অন্যরকম মানবিক মুখের প্রতিনিধি হিসাবে উপস্থিত।
শীঘ্রই অস্ত্রোপচার করাতে হবে দিয়ার।কিন্তু পেশায় রিক্সাচালক পিতা বাদলতে দিশেহারা,প্রতিদিনের অন্ন যোগাড় করাটাই কঠিন। আবার চিকিৎসা?
খবর পাওয়ামাত্র গৌতমবাবুরা সেখানে উপস্থিত হন।শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরে বাড়ি দিয়াদের। গৌতম গোস্বামী পুরো সাহায্য সহযোগিতা নিয়ে হাজির হয়েছেন ওই পরিবারে। মুখ্যমন্ত্রীর মানবিক শিশু সাথী প্রকল্পের আওতায় সফল অস্ত্রোপচারের উদ্দেশ্যেই দিয়াকে আগামি ১৩ তারিখে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার ব্যবস্থাসহ দিয়া সুস্থ হয়ে ফিরে আসা পর্যন্ত তাদের সব দায়িত্ব আমরা তুলে নিলাম বলে গৌতমবাবু জানিয়েছেন ।গৌতম গোস্বামীর এই ধারাবাহিক মানবিক মুখের পরিচয় দিকে দিকে ক্রমশ লোকমুখে ছড়িয়ে পড়ছে।শিলিগুড়ি চয়নপাড়ার সমাজসেবী টোটোন সাহাও ওই পরিবারের পাশে দাঁড়িয়ে গৌতমবাবুর হাতকে আরও শক্ত করছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—