মহাষষ্ঠীর দুপুরে মাটিগাড়া থানার সাফল্য, দুকোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত ৭

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি:মহাষষ্ঠীর দুপুরে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুনিজস্বলিশ।প্রায় দুকোটি টাকার ব্রাউন সুগার,দুটি মোবাইল ফোন,ও ৫২ হাজার টাকা সহ সাতজনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে এসিপি চিন্ময় মিত্তালের নেতৃত্বে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ হানা দেয় ফাঁসিদেওয়া মোড় এলাকায়।সেখানে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুকেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

দুটি গাড়িতে থাকা সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় এসিপি ওয়েষ্ট চিন্ময় মিত্তাল ও এসিপি ইষ্ট মনিষ জোশিকে সাথে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি কুনুয়ার ভূষন সিং।তিনি বলেন খবর পাওয়া মাত্র মাটিগাড়ার থানার ওসি সুবোল দত্তকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মালদার কালিয়াচক এলাকার পাঁচজন ও শিলিগুড়ির প্রধাননগর এলাকার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।তাদের হেফাজত থেকে প্রায় দুকেজি ব্রাউন সুগার উদ্ধার হয়।যার আনুমানিক বাজার মূল্য ২কোটি টাকা।শুক্রবার ধৃতদের শিলিগুড়ির বিশেষ আদালতে তোলা হবে এবং এদের ১৪ দিনের রিমান্ডের আবেদন জানান হবে তদন্তের জন্য।