পুজো শুরু হতেই শিলিগুড়িতে বাড়ছে করোনা সংক্রমন, বৃহস্পতিবার আক্রান্ত ৮১, মৃত ৬

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২২ অক্টোবরঃ ফের করোনায় মৃত্যু মিছিল শিলিগুড়িতে। বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং এর বাসিন্দা তথা শিতলকুচির বিডিও ওয়াংদি গ্যালপো ভুটিয়া। এছাড়া এদিন শিলিগুড়িতে মৃত্যু হয়েছে শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা প্রদীপ ঘোষ, কালিম্পং এর বাসিন্দা রুহিত গুলিয়ান, জলপাইগুড়ির বাসিন্দা সুবোধ সরকার, মাথাভাঙ্গার বাসিন্দা শুভাশিস সাহা, এবং রুবলাল সিংহ নামে আরও এক ব্যাক্তির যার পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার উদ্বেগজনক হারে বাড়ল শিলিগুড়ি পুর এলাকায় করোনা সংক্রমণ। এদিন শিলিগুড়ি পুর এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮১ জন। বেড়েছে দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও। এদিন দার্জিলিং জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৩৪ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৩১ জন। এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ২০, খড়িবাড়ি ব্লকে ৪, মাটিগাড়া ব্লকে ২৮, ফাসিদেওয়া ব্লকে ৪, কার্শিয়াং পুর এলাকায় ৪, সুকনায় ৫, তাকদহ এলাকায় ১, মিরিকে ১, সুখিয়াপোখরি এলাকায় ২, বিজনবাড়ি এলাকায় ৪, দার্জিলিং পুর এলাকায় ১১ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং পুর এলাকায় ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। বৃহস্পতিবার দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৭৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।