নিউইয়র্কে বিনা পয়সার বাজার

নিজস্ব প্রতিবেদন ঃ আমেরিকার নিউইয়র্ক শহরে নিজের বাড়ির সামনে বিনা পয়সায় বাজার শুরু করেছেন অনাবাসী ভারতীয় কল্যান দেবনাথ আর সেই বাজারের সামনে তিনি ভারতের বিভিন্ন স্বনামধন্য মানুষদের জন্মদিন পালন করছেন। কদিন আগেই তিনি ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের ১৯৪ তম জন্মদিন পালন করেন।তার রেশ কেটে যেতে না যেতেই রবিবার বাঙালি কমিকস শিল্পী পদ্মশ্রী নারায়ন দেবনাথের ৯৬তম জন্মদিন পালন করেন তিনি।