
নিজস্ব প্রতিবেদন ঃ ফুরিয়ে আসছে বন।বন জঙ্গল নষ্ট হতে থাকায় তার প্রভাব পড়ছে পরিবেশের ওপর।আমরা এখনই জরুরি ভিত্তিতে সচেতন না হলে আগামীতে আবহাওয়া কিন্তু আমাদের সামনে অনেক বিপদ নিয়ে আসছে। এই অবস্থায় আপনি আপনার ইচ্ছে মতো আপনার পূর্ব পুরুষের নামে বন তৈরি করতে পারেন। এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম বন দপ্তরের সহায়তায় বৈকুন্ঠপুরের করতোয়া নদীর পাশ দিয়ে এরকম বন তৈরির প্রকল্প হাতে নিয়েছে। বহু মানুষ তাতে এগিয়েও আসছেন। এর নাম দেওয়া হয়েছে স্মৃতি বন। বিশিষ্ট ভ্রমণ গবেষক তথা এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজমের কর্মকর্তা রাজ বসু জানাচ্ছেন, স্মৃতি বন প্রকল্পের মাধ্যমে একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে আর একদিকে পূর্ব পুরুষের নামে বন সৃষ্টি করে ইতিহাস রচনা করা সম্ভব হচ্ছে। তাছাড়া কিছু স্থানীয় বন বস্তির কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করা সম্ভব হচ্ছে।
