
নিজস্ব প্রতিবেদন ঃ শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মঙ্গলবার ২১শে নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলিগুড়ি প্রধান নগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমে। এ উপলক্ষে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়। শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ জানিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের ভাবকে সামনে রেখে তাঁরা সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান করেন। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তাঁরা এদিন সকাল থেকে প্রচুর মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করেন। বিখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ থেকে শুরু করে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী বাবলু তালুকদার, ওয়ার্ড কাউন্সিলর গার্গী চট্টোপাধ্যায় ছাড়াও আরও অনেক বিশিষ্ট জন সেই পুজো অনুষ্ঠানে উপস্থিত হন। বহু ভক্ত এদিন সেখানে ভক্তি সহকারে দেবী জগদ্ধাত্রীর কাছে অঞ্জলি নিবেদন করেন। ঠাকুর, মা,স্বামীজির প্রচুর ভক্ত সেখানে উপস্থিত হন সারা দিন ধরে। শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের তরফে সকলের জন্য আপ্যায়ন এবং আন্তরিকতার কোনো খামতি ছিলো না। এ-উপলক্ষ্যে আয়োজিত ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু শিল্পী অংশ নেন।এরমধ্যে গীতি আলেখ্য “জগৎ জননী মা সারদাই জগদ্ধাত্রী” অনুষ্ঠানে অংশ নেন চন্দ্রানী দে সরকার, তন্নিষ্ঠা দাস,প্রিয়াঙ্কা মৈত্র, সোমা পাত্র, সোনালি ঘোষ,উষসী ভট্টাচার্য, অর্পিতা দে সরকার। তবলায় ছিলেন দেবাশিস বোস,সিন্থেসাইজারে সুদেব বাগচি,চণ্ডীপাঠে চিরঞ্জীব গাঙ্গুলি।গীতি আলেখ্য পরিচালনায় ছিলেন চন্দ্রানী দে সরকার। ভাষ্য পাঠে অর্পিতা দে সরকার। অনুষ্ঠানে গুনীজন সংবর্ধনা প্রদানের সময় খবরের ঘন্টাকেও সংবর্ধনা জানানো হয়।খবরের ঘন্টার তরফে সহ সম্পাদিকা অর্পিতা দে সরকার সেই সংবর্ধনা সন্মান তুলে নেন।প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ অর্পিতা দে সরকারের হাতে সন্মান তুলে নেন। সবমিলিয়ে এদিন শিলিগুড়ি প্রধান নগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমে আধ্যাত্মিক ভাব,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানুষের সেবা সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোর এক ভিন্ন ধর্মী পরিবেশ ফুটে ওঠে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–
