
নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১৬ জন। জলপাইগুড়ি জেলার সংযোজিত ভক্তিনগর, এনজেপি থানা মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় এদিন করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১৪ জন।

মঙ্গলবার দার্জিলিং জেলায় ১৬ জন করোনা আক্রান্তর মধ্যে জেলার শিলিগুড়ি পুর এলাকায় আক্রান্ত সংখ্যা ছিল ১০ জন। দার্জিলিং পুর এলাকায় ১, কার্শিয়াংয়ে ১, মাটিগাড়ায় ২, নকশালবাড়িতে ১ এবং সুখিয়াপোখরিতে ১ জন এদিন করোনা আক্রান্ত হয়। সরকারি ব্যবস্থাপনা এবং হোম আইসোলেশন মিলিয়ে এদিন ৫১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ধাক্কা যেভাবে বিদেশে দিতে শুরু করেছে তা ভারত অনেকটা ভালো ভাবে সামলে নিতে পারবে যদি প্রতিটি ভারতবাসী১) আরও মন দিয়ে মুখে মাস্ক বেঁধে রাখে, ২) শারীরিক দূরত্ব বজায় রাখে এবং ৩) স্যানিটাইজেশন চালিয়ে যায়। তার পাশাপাশি ৪) পুষ্টিকর ভিটামিন খাওয়া বা রোগ প্রতিরোধ বৃদ্ধির দিকে নজর দেয়।