
নিজস্ব প্রতিবেদন ঃ – বিভিন্ন ভাবে শিল্প চর্চার মধ্যে নিজেকে যুক্ত রাখলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে বিভিন্ন সমস্যাকে অতিক্রম করার কাজও সহজ হয়। আর বিভিন্ন শিল্প চর্চার মধ্যে অন্যতম হলো আবৃত্তি শিল্প।সব শাস্ত্রের উপলব্ধি হলেই আবৃত্তি করা যায়।অনেকে মনে করেন, আবৃত্তি করা একটি সহজ বিষয়। কিন্তু তা ঠিক নয়। সঙ্গীতের মতো আবৃত্তির ব্যাকরন রয়েছে। বিশিষ্ট আবৃত্তি শিল্পী উৎপল কুন্ডু প্রচুর সাধনার মাধ্যমে তৈরি করেছেন আবৃত্তির ব্যাকরন। আর এবার এই আবৃত্তি শিল্পকে বিদ্যায়তনিক মর্যাদা বা স্বীকৃতি দেওয়া হচ্ছে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আবৃত্তির ওপর প্রথম ছমাসের সার্টিফিকেট কোর্স এবং এক বছরের ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে ২০২১ সালের মার্চ মাস থেকে। রাজ্যে কোনও বিশ্ববিদ্যালয়ে আবৃত্তির ওপর পঠনপাঠন এই প্রথম। বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও আবৃত্তি শিল্পী ডাঃ পার্থপ্রতিম পান এই বিশ্ববিদ্যালয়ে আবৃত্তির ওপর পঠনপাঠনে প্রকৃতপক্ষে একজন শিক্ষক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
