
নিজস্ব প্রতিবেদন ঃ আঁকাবাঁকা রেল লাইন নিয়ে ছোটে টয় ট্রেন। ট্রেনে বসে দার্জিলিং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দার্জিলিঙে ছুটে আসেন অনেক পর্যটক।এখন সেই টয় ট্রেন সফর আরও সহজ হল পর্যটকদের জন্য । সঙ্গে থাকছে পাহাড় দেখার মজা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে শিলিগুড়ি দার্জিলিং এর যাত্রীভাড়া একধাপে ২০০ টাকা গড়ে কমিয়ে দেওয়া হল। আকর্ষণ বাড়াতে দার্জিলিং ঘুম জোড়ায় জোড়া হচ্ছে ভিস্তাডোম কোচ। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এনএফ রেলওয়ের কাঠিহার ডিভিশনের এ ডি আর এম সঞ্জয় চিল ওয়ার ওয়ার জানান, পর্যটকদের কথা ভেবেই এই ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
