
নিজস্ব প্রতিবেদন ঃ কোভিড প্রটোকল মানা হবে প্রতিটি বুথে, তার প্রস্তুতি চলছে ডুয়ার্সের কালচিনি ব্লক অফিসে । প্রতিটি বুথের বাইরে আশা কর্মীরা দাড়িয়ে থাকবেন থার্মাল গান নিয়ে, ভোটারদের শরীরের তাপমাত্রা মাপার জন্য ।মঙ্গলবার এই বিষয়ে এক সভা আয়োজিত হল কালচিনি ব্লক অফিসে। এদিনের সভায় কালচিনি ব্লকের সমস্ত আশাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এদিন শিবিরে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, প্রতিটি বুথে কোভিড প্রটোকল মানা হচ্ছে এবং প্রতিটি বুথে আশা কর্মীরা থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপবেন । কার কোন বুথে ডিউটি পড়বে এই নিয়ে এদিন সভায় আলোচনা হয় ।
