
নিজস্ব প্রতিবেদনঃ শহরে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্ত সংক্রমন।শুক্রবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩৪৩,আর জলপাইগুড়ি জেলার অংশ মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় এদিন করোনা আক্রান্ত সংখ্যা ছিল ২৫১ জন। অথচ চলতি মাসেই গত ৯ তারিখে দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ছিল শুধু ৫২ জন এবং শিলিগুড়ি পুর এলাকায় আক্রান্ত সংখ্যা ছিল ৩৮ জন। মুখে মাস্ক বেঁধে রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা, ভিড়ে না যাওয়া এবং টিকা নেওয়া এইসময় করোনা ঠেকানোর বড় দাওয়াই। শুক্রবার শিলিগুড়ি টাউন স্টেশন এলাকায় রেলের তরফে আইসোলেশন কোচগুলো স্যানিটাইজ করা হয়।
