
নিজস্ব প্রতিবেদন ঃ মহামারীর এই দুঃসময়ে করোনা আক্রান্ত বহু পরিবার এম্বুলেন্স সমস্যায় ভুগছেন। এম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া চাওয়ার জেরে বহু করোনা আক্রান্ত পরিবার দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। এই দুর্যোগের মধ্যেও কিন্তু রবিবার শিলিগুড়িতে এক প্রশংসনীয় উদ্যোগ শুরু হল। সাধারন মানুষ বিশেষ করে করোনা আক্রান্তদের কথা চিন্তা করে এগিয়ে এল শিলিগুড়ি লাক্সারি ড্রাইভার্স ইউনিয়ন। পুরসভার সহযোগিতায় রবিবার থেকে শিলিগুড়িতে চালু হল দুয়ারে এম্বুলেন্স। আপাতত এই ইতিবাচক প্রকল্পে মোট ১৮টি লাক্সারি ট্যাক্সি এম্বুলেন্স হিসাবে কাজ করবে। শ্রমিক সংগঠন আই এন টি টি ইউসির উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর অলোক চক্রবর্তী জানান, এই লাক্সারি ট্যাক্সি এম্বুলেন্স করোনা আক্রান্ত ও মুমূর্ষু রোগীদের হাসপাতাল, মেডিক্যাল ও নার্সিং হোমে পৌঁছে দেওয়ার কাজ করবে।বিনামূল্যে এক ফোনেই এম্বুলেন্স পৌঁছে যাবে রোগীদের কাছে। অলোকবাবু আরও জানান, লাক্সারি ট্যাক্সি চালকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে শ্রমিক ভবনে।
