
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা আবহে বিভিন্ন মানুষ মানবিক কাজে নেমেছেন। করোনা যে মানুষে মানুষে বন্ধন শিথিল করতে পারে নি বরঞ্চ তা আরও দৃঢ় করেছে তা বিভিন্ন মানবিক কর্মসূচি থেকে বোঝা যাচ্ছে। আর এই কাজে পিছিয়ে নেই পুলিশও। বুধবার দার্জিলিং জেলা পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার, অতিরিক্ত পুলিশ সুপার টাউন,আইসি সদর থানা এবং সিংমারি পুলিশ ফাঁড়ির ওসির উদ্যোগে দার্জিলিংয়ের লেবং এলাকায় দরিদ্র মানুষ এবং দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে মুদিখানার সামগ্রী, ছাতা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে লেবং আউটপোস্টের পুলিশ কর্মী এবং সিভিক পুলিশ কর্মীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
