
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার ছিল শিলিগুড়ি শক্তিগড়ের কিশোর কৌনিক দত্তের জন্মদিন। আর এই জন্মদিনের অনুষ্ঠানটি ফুলবাড়ির আমাইদীঘিতে যাযাবর শ্রেনীর মানুষ জিপসিদের সঙ্গে অন্যরকমভাবে পালন করলেন কৌনিকের বাবা কৌস্তুভ দত্ত এবং মা রোজলি দত্ত। কেক কাটার পর সেখানে রান্না করা বিভিন্ন খাবার প্রদান করা হয় যাযাবরদের পাতে।সঙ্গে মিস্টিও ছিল। সমাজসেবী কৌস্তুভ দত্তের উদ্যোগে এর আগেও যাযাবরদের হাতে খাদ্য বিলি করা হয়। করোনার বিধিনিষেধ চলতে থাকায় এইসব যাযাবরের পেটে টান পড়েছে।
