এনজেপিতে শুরু পাঁচ টাকার ক্যান্টিন

নিজস্ব প্রতিবেদন ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল ‘মা ক্যান্টিন’ । শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের পরে বুধবার এন জে পিতে মাত্র ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, ডিম, সব্জি ও চাটনি সহযোগে দ্বিতীয় মা ক্যান্টিনের শুভ সূচনা হলো । উদ্যোগে রয়েছে শিলিগুড়ি পুর সভা এবং সহযোগিতায় পঃবঃ সরকার । পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে এই ক্যান্টিন এদিন শুরু হয়। এই ক্যান্টিনের মাধ্যমে বহু পর্যটক যেমন উপকৃত হবেন তেমনই অনেক সাধারণ মধ্যবিত্ত মানুষ, শ্রমিক , রিকশা চালক, টোটো চালক উপকৃত হবেন