
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সাউন্ড সিস্টেম বেহাল অবস্থায় পড়ে ছিল বেশ কয়েক বছর ধরে । সেটি সারিয়ে বুধবার তার নবরূপদান করা হলো । মূলত উদ্যানে আগতদের মনোরঞ্জন করতে সকাল-সন্ধ্যায় এক/দেড় ঘন্টা স্বল্প ঘনমানে এটি বাজানো হবে ।এদিন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে এই সাউন্ড সিস্টেম নতুনভাবে আবার শুরু হল।এটি শুরু হওয়ায় বাঘাযতীন পার্কের পরিবেশ বা সংস্কৃতি মান সকাল সন্ধ্যায় অন্যমাত্রায় পৌঁছাবে বলেই পুরসভার ধারণা।
