
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন বিধি নিষেধ চলছে। আর পুলিশও বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করেছে। বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ডিউটিরত পুলিশকর্মীদের খাবারের জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারের উদ্যোগে শুরু হল শিলিগুড়ি পুলিশ ভ্রাম্যমাণ ভোজনালয়। বুধবার পুলিশ কমিশনার গৌরব শর্মা এই ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন। এদিন শিলিগুড়ির বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ডিউটিরত পুলিশ কর্মীদের খাবার পৌঁছে দেওয়া হয়। ভাত, ডাল, তরকারি থেকে মাংস সবধরনের সুস্বাদু ভরপুর খাওয়া পেয়ে খুশি পুলিশরা। এদিন বাগডোগরা বিহার মোড় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ কর্মীরা জানান, দারুন উদ্যোগ। তারা ধন্যবাদ জানান পুলিশ কমিশনারকে।
