নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ অবশেষে চিকিৎসা শুরু হল সন্ন্যাসিনী- লেখিকা শীলা বিশ্বাসের।বহু দিন ধরে তিনি অসুস্থ। মাটিগাড়ার একটি বেদান্ত আশ্রমের এক ঘরে তিনি প্রায় ২৫ বছর ধরে বন্দি।শারীরিক প্রতিবন্ধকতা তাকে গ্রাস করেছে। এরমধ্যেও তিনি লেখালেখি করে চলেছেন। বেরিয়েছে তার দুটি বইও।অথচ অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ। তার এই ভয়ানক লড়াইয়ের খবর কদিন আগে প্রকাশিত হয় খবরের ঘন্টায়।আর তা দেখতে পেয়ে মানবিক মুখ নিয়ে শিলাদেবীর আশ্রমে যান সঙ্গীত শিল্পী অনিন্দিতা চ্যাটাজী, সুনন্দা দত্ত এবং বিবেক কবিরাজ।তারা পুষ্টিকর খাবার,অর্থ শিলাদেবীর হাতে তুলে দিয়ে মানবিক মুখের পরিচয় দেন।অনিন্দিতাদেবী আবার শিলাদেবীর জন্য চিকিৎসার বন্দোবস্ত করতে প্রয়াস নেন।তারই ফলে এক নতুন নজির তৈরি হল সোমবার। এদিন মাটিগাড়া থেকে অনিন্দিতাদেবীরা শিলাদেবীকে ডাঃ পার্থপ্রতিম পান এবং ডাঃ সৈকত দত্তের কাছে নিয়ে যান। চিকিৎসকরা বিনে পয়সায় এই প্রতিভাময়ী নারীর চিকিৎসা শুরু করেন। কিছু শারীরিক পরীক্ষার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন ।তারও উদ্যোগ নিয়েছেন অনিন্দিতাদেবী। এদিন ডাক্তারদের প্রেসক্রাইব করা কিছু ওষুধ কিনেও শীলাদেবীর হাতে তুলে দিয়েছেন অনিন্দিতাদেবী।আবার দশদিন বাদে তাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার পার্থপ্রতিম পান বলেছেন,বহু দিন চিকিৎসা না হওয়ায় শীলাদেবীর শারীরিক অবস্থার অনেকটাই অবনতি ঘটেছে। তবে আর যাতে অবনতি না হয় তার চিকিৎসা তারা শুরু করেছেন। পুরোপুরি তাকে সুস্থ করে তোলা এখন কঠিন কাজ।তবুও তারা প্রয়াস চালাবেন বলে ডাক্তার পান জানান।শীলাদেবী কঠিন বাতের রোগে আক্রান্ত । শরীরের অস্থি সংযোগস্থানগুলোর আর বৃদ্ধি না ঘটে জমাট বেধে গিয়েছে।অনিন্দিতাদেবী বলেছেন,তারা খবরের ঘন্টা দেখেই মানবিক মুখ নিয়ে শীলাদেবীর পাশে দাড়া