
নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার জাতীয় আম দিবস পালিত হলো মালদায়।মালদার আম ব্যবসায়ী ও চাষিরা আম উৎসব পালনের উদ্যোগ নেন। জাতীয় আম দিবসের মধ্যেই তিন প্রজাতির আমের জিআই স্বীকৃতি মেলায় খুশি প্রকাশ করেছেন মালদার আমচাষিরা। মালদা শহরের আম মার্কেটে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় আম দিবসে মিষ্টি মুখ করতে দেখা গিয়েছে।
⭕এবারে দিল্লিতে হিমসাগর, ল্যাংড়া এবং লক্ষণভোগ এই তিন প্রজাতির আম জিআই স্বীকৃতি পেয়েছে। জাতীয় স্তরে মালদার আম প্রথম স্থানে গিয়ে সুনাম অর্জন করেছে। ফলে মালদার আমের গুণগতমান ও স্বাদের দিক দিয়ে কোনরকম ত্রুটি নেই। এখন আম সংরক্ষণের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ কেন্দ্র নতুন করে তৈরি ও আধুনিকরণের উদ্যোগ নেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
⭕জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, প্রায় ২০০ জাতের আমের মধ্যে মালদা জেলায় ল্যাংড়া, হিমসাগর এবং লক্ষণভোগ এই তিনটি প্রজাতির আমের জিআই স্বীকৃতি মিলেছে। আরো বেশ কিছু আমের জিআই স্বীকৃতি মেলার প্রস্তাব আমরা সরকারের কাছে পাঠিয়েছি । এছাড়াও মালদায় আম প্রক্রিয়াজাত করণ কেন্দ্রের নতুন করে গড়ে তোলা এবং আধুনিকীকরণের উপর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
⭕এদিন জাতীয় আম দিবস উপলক্ষে জেলার সমস্ত স্তরের আমচাষী, ব্যবসায়ী , রপ্তানি কারকদের পাশে থাকা এবং সমস্ত রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।
মালদা জেলায় প্রায় ৩১ হাজার হেক্টর জমি জুড়ে আম চাষ হয়ে থাকে। এবছর প্রায় পৌনে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। ইতিমধ্যে এশিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে মালদার রাম রপ্তানি করা হয়েছে।
মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন , জাতীয় আম দিবসের দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করা হয়েছে।
