
নিজস্ব প্রতিবেদন ঃ রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেয়েও সামাজিক ও মানবিক কাজ থেকে সরে আসেননি জুয়া বানারহাট নিবাসী সোনালী সামন্ত। মাঝেমধ্যেই সোনালীদেবী চা বাগানের গরিব দুঃখীদের পাশে দাঁড়ান। গত ৫ জুন সোনালীদেবী শিলিগুড়ি মারোয়াড়ী যুবা মঞ্চ থেকে দুটি হুইল চেয়ার সংগ্রহ করেন।শনিবার সেই হুইল চেয়ার দুটি আর্থিক দিক থেকে অনগ্রসর বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের হাতে তুলে দেন সোনালীদেবী। বিশেষভাবে সক্ষমদের মধ্যে প্রথমজনের বাবার নাম অনন্ত দেবনাথ,তাঁর মেয়ের নাম অনন্যা দেবনাথ। দ্বিতীয় জনের বাবার নাম হাসান আলী, ছেলের নাম সাহেব আলী।
ধুপগুড়ি ডাউকিমারী বাসুয়ার ডাঙ্গা এবং টানাটানি মোড় এলাকায় তাদের বাড়ি। সোনালীদেবীর এই মানবিক মুখের জেরে আর্থিক দিক থেকে অনগ্রসর বিশেষভাবে সক্ষম পরিবারগুলো বেশ খুশি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
