সব মানুষের বুদ্ধি আছে কিন্তু ওম তৎসৎ বা তৎ বুদ্ধি কতজনের আছে?

নিজস্ব প্রতিবেদন ঃ সব মানুষের বুদ্ধি আছে। কিন্তু তৎবুদ্ধি কতজনের আছ? ওম তৎসৎ।মানে পরমাত্মা। এই তৎবুদ্ধিই আমাদের চাই।যা দেখা যায় না,এই যে প্রকৃতি-শক্তি সেই তৎসৎ। শ্রীমদভগবদগীতা জ্ঞান প্রবাহে শুক্রবার কুড়ি জুলাই একথা মেলে ধরলেন হরিদ্বার থেকে আগত ভারত বিখ্যাত আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ মহাশয়।শিলিগুড়ি মিলন পল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশন গত ১৭ জুলাই থেকে ওই পবিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে শিলিগুড়ি সোমানি মিল কম্পাউন্ডের তেরাপন্থ ভবনে।২৩ জুলাই পর্যন্ত এই বিশেষ অনুষ্ঠান হবে।শ্রীঅরবিন্দের দৃষ্টিতে মানব জীবন এবং গীতার যোগ নিয়ে বিভিন্ন ব্যাখা শ্রীমদভগবদগীতা থেকে সহজ ভাবে সেখানে মেলে ধরছেন আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ মহাশয়।গীতার যোগ মানুষের কাছে আরও সহজ করে তুলতে আচার্য গীতার সংস্কৃত শ্লোককে সঙ্গীতের মাধ্যমে সুন্দর ভাবে মেলে ধরছেন। তাঁর সঙ্গে গলা মিলিয়ে চলেছেন বহু পুন্যার্থী মানুষ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —