শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় পুলিশের ট্রাফিক গার্ডের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ঃ সুষ্ঠ ভাবে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করতে বাগডোগরা ট্রাফিক গার্ডের উদ্বোধন করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা।সোমবার বাগডোগরা থানা চত্তরে পুলিশ ব্যারিকেডকে নতুন রূপ দিয়ে ট্রাফিক গার্ডের কার্যালয় হিসাবে চালু হল।এর ফলে বাগডোগরা ট্রাফিক পুলিশের কর্মীদের কাজ করতে অনেক সু্বিধা হবে।এডিসিপি পূর্নিমা শেরপা বলেন,বাগডোগরা ট্রাফিক গার্ডের স্থায়ী কোন অফিস ছিল না অনেক অসুবিধার মধ্যে দিয়ে কাজ করতে হত।এই কার্যালয়ের ফলে ট্রাফিক আধিকারিকদের কাজ করতে অনেক সুবিধা হবে।