নিজস্ব প্রতিবেদন:
ভাইফোঁটার আবহে যখন সর্বত্র ভাই-বোনের বন্ধন উদযাপিত হচ্ছে, তখন এক অনন্য বার্তা নিয়ে হাজির কোচবিহারের পরিবেশপ্রেমী গৃহবধূ পিঙ্কি রায়। বহু বছর ধরে তিনি “গাছ ফোঁটা” কর্মসূচির মাধ্যমে গাছকে জীবনের প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানোর এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

বুধবার বিকেল চারটায় কোচবিহার স্টেশন চৌপথি থেকে রেলঘুমটি যাওয়ার পথে রাজ আমলের পুরনো তল্লী গাছের তলায় আয়োজন করা হয় এবারের “গাছ ফোঁটা” অনুষ্ঠান। পিঙ্কি রায়ের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মহিলা সদস্য একত্রিত হয়ে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে, চন্দন ফোঁটা দিয়ে সেই গাছের আরাধনা করেন।
অনুষ্ঠানের মূল ভাবনা— “গাছও আমাদের ভাই, তারও যত্ন দরকার”—এই বার্তা ছড়িয়ে দেওয়া। পথচলতি মানুষদের হাতে চারা গাছ তুলে দিয়ে বৃক্ষরোপণের আহ্বান জানান অংশগ্রহণকারীরা। পাশাপাশি, রেলবস্তি এলাকার ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ও মিষ্টি।
পিঙ্কি রায় জানান, “ভাইফোঁটার মতোই গাছও আমাদের জীবনের ভাই, সে আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, তাই তারও যত্ন নেওয়া দরকার। এই ভাবনা থেকেই আমরা প্রতিবছর ‘গাছ ফোঁটা’ পালন করি।”
ভাইফোঁটার আগে এই উদ্যোগ নিঃসন্দেহে কোচবিহারের নাগরিক সমাজে পরিবেশ সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

