
নিজস্ব প্রতিবেদন ঃ থাইল্যান্ডের বিভিন্ন স্থানে প্রাক বড় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে শিলিগুড়ি ফিরলেন রেভারেন্ড রঞ্জন রবিদাস। শিলিগুড়ি শান্তিনগরে অবস্থিত ফিলাডেলফিয়া চার্চের রেভারেন্ড রঞ্জনবাবু।থাইল্যান্ড থেকে ফিরেই তিনি শিলিগুড়িতে প্রাক বড় দিনের অনুষ্ঠান নিয়ে মেতে উঠেছেন।থাইল্যান্ডে থাকার সময় তিনি কোথায় কি অনুষ্ঠান করেছেন, ভারতবর্ষের ঐক্য সম্প্রীতির বার্তা তিনি কোথায় কোথায় মেলে ধরেছেন সবই জানাচ্ছেন প্রাক বড় দিনের অনুষ্ঠানগুলোতে। বড় দিনকে সামনে রেখে চা বাগানে বস্ত্র বিতরণ কর্মসূচিও রয়েছে তাঁর। এর পাশাপাশি মানুষের সঙ্গে থাকার আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। বড় দিনকে সামনে রেখে তিনি সকলের সামনে প্রভু যীশুর শান্তি ও ভালোবাসার বার্তা মেলে ধরছেন।
