নিজস্ব প্রতিবেদন:
শীতের উৎসবের আমেজে ভ্রমণপ্রেমীদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ডুয়ার্সের বানারহাট ব্লকের চামুর্চি ইকো পার্ক। ভারত–ভুটান সীমান্ত ঘেঁষা এই পর্যটন কেন্দ্র শীতের কুয়াশা, হিমেল হাওয়া ও সবুজ প্রকৃতির অপূর্ব সংমিশ্রণে মন জয় করছে আগত পর্যটকদের।

রেতি ও সুকৃতি নদী বেষ্টিত মনোরম পরিবেশ, দূরে দৃশ্যমান ভুটানের পাহাড়ের সারি চামুর্চি ইকো পার্ককে দিয়েছে এক অনন্য রূপ। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এখানে রয়েছে রাত্রিবাসের ব্যবস্থা ও সুসজ্জিত ফুড কোর্ট, যা পরিবার নিয়ে ভ্রমণের জন্য এই স্থানকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এছাড়াও পার্কে গড়ে তোলা হয়েছে নতুন সেলফি পয়েন্ট ও নজর মিনার, যেখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখছেন ভ্রমণপিপাসুরা। শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়তে থাকায় আশার আলো দেখছে স্থানীয় ব্যবসা ও পর্যটননির্ভর অর্থনীতি। চামুর্চি ইকো পার্ক ক্রমেই উঠে আসছে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে।

