জলপাইগুড়িতে সব্জি বিক্রেতার পাখি প্রেম

নিজস্ব প্রতিবেদনঃসব্জির ভ‍্যানে উড়ে এসে বসল অসুস্থ একটি পাখি। সেই পাখিটি‌কে উদ্ধার করে তার শুশ্রূষা শুরু করলেন সব্জি বিক্রেতা মন্টু মহম্মদ।তিনি জানান, সুস্থ হলে পাখিটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে। বুধবার সকালে অসুস্থ পাখিটিকে উদ্ধার করে নিজের সবজির ভ‍্যানে‌ই বসিয়ে রাখেন তিনি। জল ও খাবার খেতে দিয়েছেন। মন্টু মহম্মদ জানান, জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় সবজি বিক্রি করতে গেলে ছোট আকৃতির এই পাখিটি হঠাৎ করে অসুস্থ অবস্থায় পড়ে যায় তাঁর সামনে। সঙ্গে সঙ্গে তিনি সেটিকে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন। পাখিটিকে জল ও কিছু দানা খাইয়ে দেন তিনি। বলেন, সুস্থ হলে পাখিটিকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হবে।