করোনার নিয়ম মেনে ভোট প্রক্রিয়ার ভাবনায় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদনঃ বুধবার শিলিগুড়ির সুকনার কাছে একটি বেসরকারী হোটেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনিল আরোরা। মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মুখ‍্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা, সুদীপ জৈন, সুশীল চন্দ্র, রাজীব কুমার সহ মোট ৬ সদস্যের প্রতিনিধি দল বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, উত্তরবঙ্গের প্রতিটি আসনের দিকে নজর রয়েছে তাদের। ইতিমধ্যেই কোন কোন বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে বাড়তি নজরদারি দেওয়া হবে তাও স্থির হয়েছে। পাশাপাশি গোটা দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেদিকে তাকিয়ে কোভিড নিয়মকানুন মেনেই ভোট প্রক্রিয়া চালানো যায় কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে। মোটের উপর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ভোট প্রক্রিয়াও যাতে শন্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেদিকেই নজর নির্বাচন কমিশনের। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার দিয়ে এবার আর ভোট নয়। সিভিক ভলেন্টিয়ারকে নির্বাচন প্রক্রিয়ায় কোনো রকম ভাবে অংশগ্রহণ করানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার সুনিল অরোরা। পাশাপাশি অসম এবং পশ্চিমবঙ্গে আধাসামরিক বাহিনী এবং পুলিশের অভিযানে প্রচুর নগদ অর্থ এবং নেশার সামগ্রী উদ্ধারের বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।