জন্মদিনে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করল কুনাল

নিজস্ব প্রতিবেদনঃ বুধবার ২৪ মার্চ শুভ জন্মদিন অনুষ্ঠান ছিল শিলিগুড়ি হায়দরপাড়ার তরুন কুনাল পালের। আর সেই জন্মদিনের অনুষ্ঠান শিলিগুড়ি টিকিয়াপাড়ার অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে ভাগ করে নিল কুনাল।এদিন বিকালে টিকিয়াপাড়ার পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমে গিয়ে কুনাল অনাথ শিশুদের মধ্যে উপহার হিসাবে বিস্কুট, চকোলেট, রং খেলার পিচকিরি, জুতো তুলে দেয়। আশ্রম থেকে সঞ্জয় মহারাজ জানিয়েছিলেন, শিশুদের পায়ের জুতো নেই। তা শুনে কুনাল তার ব্যবস্থা করে। নিজের জমানো অর্থ থেকে সঞ্জয় ওই কাজ করে। তাকে উৎসাহিত করেন তার বাবা নির্মল কুমার পাল ওরফে নিমাই।শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক নিমাই পাল নিজেও সমাজসেবার কাজে যুক্ত। ছেলেকেও তিনি সংবেদনশীল ও মানবিক কাজে উৎসাহ দেওয়ায় তাঁর প্রশংসা করেন আশ্রমের তরফে সঞ্জয় মহারাজ।