
শিল্পী পালিত ঃ আজ আমাদের আত্মকথা বিভাগে লিখেছেন শিলিগুড়ি কলেজপাড়া থেকে মিতালি অধিকারী-

আমি ছোট বেলায় আমার বাড়িতে গানের পরিবেশ পাই । আমার দিদিরা সঙ্গীতের চর্চা করতো । দিদিদের কাছ থেকেই আমার সঙ্গীতের চর্চা শুরু হয় । তখন আমরা কাটিহারে থাকতাম ওখান থেকেই আমি এলাহাবাদ ষষ্ঠ শ্রেণীর সঙ্গীত পরীক্ষায় পাস করি । তারপর আমরা শিলিগুড়ি চলে আসি । এখানে এসে বিয়ের আগে পযন্ত আমি আশিষদার কাছে অল্প কিছু দিন সঙ্গীত শিখি ।তারপর বছর তিন বন্ধ ছিল। তারপর 1999 সালে আমার বিয়ের পর আবার নতুন করে সঙ্গীতের চর্চা শুরুকরি অভিজিত চক্রবর্তীর কাছে । পরবর্তীতে আলিফ সাহার কাছে । বর্তমানে আমি নির্মল গাঙ্গুলীর কাছে তালিম নিচ্ছি বছর পাঁচেক হলো । আমি আমার স্বামীকে সঙ্গীতের তালিম দিই। বর্তমানে আমার স্বামী আমার শিক্ষকের কাছেই গান শিখছে ।
আমি মিতালি অধিকারী 6, নন্দলাল বসু সরণী, কলেজপাড়া । শিলিগুড়ি নিবাসী