করোনা-যুদ্ধ, ৫৬০১টি ট্রেন কোচকে কোভিড কেয়ার সেন্টারে রুপান্তর করছে ভারতীয় রেল, সঙ্গে অক্সিজেন এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধ শুরু হয়েছে। এই অবস্থায় ভারতীয় রেল ৫৬০১টি ট্রেন কোচকে কোভিড কেয়ার সেন্টারে রুপান্তর করছে। এরমধ্যে ৩৮১৬টি কোচ ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টার হিসাবে কাজ করতে শুরু করেছে।মহারাষ্ট্র, উত্তর প্রদেশ সহ অন্যান্য রাজ্যে শুরু হয়েছে এই কাজ।এরই পাশাপাশি বিভিন্ন রাজ্যে দ্রুত অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে চালু হয়েছে অক্সিজেন এক্সপ্রেস। তৈরি করা হয়েছে গ্রীন করিডর। লক্ষ্নৌ থেকে বারানসি পর্যন্ত শনিবার অনেক অক্সিজেন পৌছেছে।
এম এফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ওইসব বিষয় ছাড়াও জরুরি ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে কোভিড হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মাস্ক না পড়ে ট্রেনে উঠলে ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। থার্মাল ডিভাইস দিয়ে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ভ্রমণের জন্য আই আর সি টি সি, পি আর এস বা ইউ টি এস কাউন্টার অথবা মোবাইল এপের মাধ্যমে টিকিট কেনা যাচ্ছে। রান্না করা খাদ্য সামগ্রী ট্রেনে বিতরন করা বন্ধ হয়েছে। আই আর সি টি সি সুকনো রেডি টু ইট আহার এবং প্যাকেজ ড্রিংকিং ওয়াটার টাকার বিনিময়ে প্রদান করছে। ট্রেনে কোনো ধরনের লিলেন, কম্বল ও পর্দা প্রদান করা হচ্ছে না।