
নিজস্ব প্রতিবেদন ঃ শুরু হয়েছে গরমের সময়।কিন্তু ভক্তের কাছে ভগবান একেবারেই অন্যরকম।ভক্তরা ভগবানকে বিভিন্ন ভাবে ভালোবাসেন। শিলিগুড়ি ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন,ভগবান যেমন ভক্তের কথা ভাবেন তেমনই ভক্তরাও সবসময় ভগবানের কথা ভাবেন।ভক্তরা চান না এই গরমের আঁচ ভগবানকে স্পর্শ করুক।তাই শিলিগুড়ি ইসকন মন্দিরে অত্যধিক গরমের কারনে ভগবান রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহে চন্দন লেপন করা হচ্ছে।
ইসকন সাধু নামকৃষ্ণ দাস আরও বলেন, রবিবার ছিলো শুভ অক্ষয় তৃতীয়া। আর এই সময়েই রবিবার থেকে ইসকন মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা যা চলবে ২১ দিন পযন্ত, এই সময় শ্রীরাধা মাধব সুন্দরকে প্রতিদিন চন্দন লেপন করা হবে। প্রতি রবিবার হবে নৌকা বিহার । এই সময় অতধিক গরমের কারণে ভগবান রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহকে চন্দন লেপন করা হয় বলে নামকৃষ্ণ দাস জানান।

বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে—