
নিজস্ব প্রতিবেদন ঃ বৈশাখ মাসের প্রথম পনের দিনের মধ্যে শনিবার সেখানে রক্ষা কালী মায়ের পুজো হয়।প্রায় পঞ্চাশ বছর ধরেই সেই পুজো হয়ে আসছে।বহু পুরনো পুজোর সেই ধারা অব্যাহত রেখেছেন শিলিগুড়ি হায়দরপাড়া নিবাসী সমাজসেবী বাপি ঘোষ। পুজোর পর বিভিন্ন সামাজিক কাজ করা হয়।এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। এরমধ্যে উল্লেখযোগ্য হলো প্রসাদ বিতরণ। সমাজসেবী বাপি ঘোষ এবং তাঁর স্ত্রী সুমনা ঘোষ বলেন,পুজোর মাধ্যমে তাঁরা এলাকার সব মানুষের মঙ্গল কামনা করেন। পুজোর পর রবিবার সন্ধ্যে থেকে প্রসাদ বিতরণ শুরু হয়, অনেক রাত পর্যন্ত চলে সেই প্রসাদ বিতরণের পালা।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —