
নিজস্ব প্রতিবেদন ঃ এনজেপির বিবাদী সংঘ এলাকায় চলছে বিবাদী ফুটবল একাডেমি। সেখানে ছেলেমেয়েদের মাঠমুখী করতে চলছে ফুটবল কোচিং সেন্টার। রবিবার শুভ অক্ষয় তৃতীয়াতে সেখানে বার পুজো অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শম্পা নন্দী,প্রশিক্ষক দীপঙ্কর দেবনাথ, প্রখ্যাত ফুটবল কোচ
স্বপন ঘোষ,প্রখ্যাত
এথলেটিক কোচ দেবকুমার দে ওরফে কানু, এথলেটিক কোচ কৌশিক মিত্র প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দীও উপস্থিত ছিলেন।

বিস্তারিত নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন