
নিজস্ব প্রতিবেদনঃকখনও পুত্র সন্তান রাজুকে নিজের বাইক এম্বুলেন্সের পিছনে বসিয়ে ছুটছেন অক্সিজেন নিয়ে। কখনও আবার স্যানিটাইজার মেশিন নিয়ে ছুটছেন করোনা আক্রান্তের বাড়ি। এই দুর্যোগে ডুয়ার্সের ক্রান্তি, রাজাডাঙা গ্রাম ও তার আশপাশে অসামান্য সেবা দিয়ে চলেছেন বাইক এম্বুলেন্স দাদা তথা পদ্মশ্রী করিমূল হক। পদ্মশ্রী উপাধি পাওয়ার পরও তাঁর মনে নেই এতটুকুও অহঙ্কার। অসহায় যন্ত্রণাক্লিষ্ট মানুষের সেবা করাটাই তাঁর কাছে সবসময় পরমব্রত।আর অসহায় মানুষজনও বিপদে পড়লেই করিমূলদাদার সঙ্গে সবসময় যোগাযোগ করেন।করিমূলদাদাও সবসময় তাদের পিছনে দৌড়ে সেবা দিয়ে মনোবল বাড়াতে প্রস্তুত।
