
নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি পুর সভার সভাকক্ষে সোমবার বিপর্যয় মোকাবিলা নিয়ে অনুষ্ঠিত হলো আগাম প্রস্তুতি বৈঠক । যে ঘূর্ণিঝড় বাংলার বুকে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রস্তুতি নিয়েছেন । সরকারি প্রচুর নির্দেশও রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে পৌছেছে । তাই সোমবার বিভিন্ন সরকারি দপ্তর, পুরনিগম, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার সার্ভিস, ডব্লিউ বি এসি ডি সি এল, পি ডব্লিউ ডি, পি এইচ ই এবং ইরিগেশন এবং আরো অন্যান্য দপ্তর গুলোর সঙ্গে শিলিগুড়িতে বৈঠক করেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব । গৌতমবাবু জানিয়েছেন, মঙ্গলবার আরো ৩/৪ টি দপ্তরের সাথে আরেক রাউন্ড বৈঠক হবে । এখানে মূলত যে কন্ট্রোল রুম হচ্ছে সেটা ছাড়া আরেকটা আলাদা কন্ট্রোল রুম হচ্ছে । সবসময় এই কন্ট্রোল রুম খোলা থাকবে । পুলিশের কন্ট্রোল রুম আছে এবং অন্যান্য দপ্তরের যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদের সাথে পুরসভার ক্লোজ মনিটরিং থাকবে । আপাৎকালীন ভিত্তিতে পি এইচ ই-র জল যদি ডিসকানেক্টেড হয় তার জন্য পুরসভার যেকটা জলের ট্যাঙ্ক আছে ১২ টা, আরো ২ টি পি এইচ ই-র থেকে নেওয়া হচ্ছে । এই ১৪ টি ট্যাঙ্ক পুরসভা ২৫ তারিখেই পানীয় জল ভরে তৈরি করে রাখবে । এক লক্ষ জলের পাউচ শিলিগুড়ি পুরসভা পি এইচ ই-র থেকে নিচ্ছে। প্রয়োজনের ভিত্তিতে সেসব বিতরণ করা হবে । এ সি ডি সি এল কে বলা হয়েছে যে ঝড়ে যদি ইলেকট্রিক পোল-তার ইত্যাদি বিচ্ছিন্ন হয়, ঝড় কমে গেলেই সেটা দ্রুত মেরামত করতে প্রস্তুত থাকতে হবে । ঝড়ে গাছপালা পড়ে গিয়ে রাস্তাঘাট বন্ধ হলে ইলেকট্রিক সয়িং মেশিন আছে পুরসভার কাছে এবং অন্যান্য ডিপার্টমেন্টেরও যে সয়িং মেশিন আছে সেগুলোও পুরসভা ব্যবহার করবে । দুটো পাম্প মেশিন শিলিগুড়ি পুরসভার আছে, আরো দুটো জরুরী ভিত্তিতে কেনা হচ্ছে । যাতে জমা জল দ্রুত বের করে দেওয়া যায় । পুরসভা স্যান্ড ব্যাগ, গানি ব্যাগ তৈরি রাখছে, কিছু ইরিগেশনও দেবে । কোন জায়গায় দরকার হলে তা পুরসভা কাজে লাগাবে । ত্রান সামগ্রী তৈরি রাখা হচ্ছে । ত্রিপাল, ড্রাই ফুড, দুধ সহ অন্যান্য জিনিস। ।গৌতমবাবু আরও বলেছেন, যদি সেরকম পরিস্থিতি হয় পুরসভা যাতে মানুষকে সহায়তা দিতে পারি সেজন্য এইসব ত্রান সামগ্রী তৈরি রাখা হচ্ছে । কিছুটা সরকার থেকে নেওয়া হবে, কিছুটা পুরসভার নিজস্ব সোর্স থেকে কিনে সেগুলোকে মজুত রাখার চেষ্টা হবে । যদি এই ঝড়ের প্রকোপ শিলিগুড়ি পুর এলাকায় এসেই যায় তবে সেটাকে মোকাবিলা করতে প্রস্তুত আছেন তাঁরা।
