চা বাগান এলাকার গরিব সব্জি বিক্রেতার ছেলে মেডিকেল এন্টান্সে সফল

নিজস্ব প্রতিবেদন ঃ নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল চা বলয়ের এক যুবক।এর জেরে খুশির হাওয়া তৈরি হয়েছে চা বাগানে।ডুয়ার্সের কালচিনি ব্লকের দলসিংপাড়ায় বাড়িশঙ্খজিৎ দাসের। ওর বাবা সামান্য সবজি বিক্রেতা।কিন্তু চরম আর্থিক সঙ্কট থাকলে কি হবে, চেষ্টা করলে আর মনে সদিচ্ছা থাকলেই উপায় হয়।পড়াশুনোতে শঙ্খজিৎ ছোট বেলার থেকেই ভালো।ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাকে পড়াশুনো ছেড়ে অন‍্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ‍্যুৎ দাস।চা বাগানে চিকিৎসকের খুব অভাব।প্রায় সবাই গরিব,অনগ্রসর।শঙ্খজিৎ ছোট থেকে দেখে আসছে, দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন।তাই তার মনে ছোট থেকে জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার।সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তার বাবা বিদ‍্যুৎ দাস।নিট ইউজি-র জন‍্য প্রশিক্ষণ দিতে পারেননি।কারণ প্রশিক্ষকের অভাব।আর বহু দূরে গিয়ে প্রশিক্ষণ দেওয়ানোও সম্ভব হয়নি।তাই অনলাইনে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত পরীক্ষায় বসে শঙ্খজিৎ।আর তাতেই বাজিমাত।শীঘ্রই বাইরে মেডিকেল নিয়ে পড়তে যাবে শঙ্খজিৎ।ফিরে এসে চা বাগানের বাসিন্দাদের চিকিৎসা সেবা দেবে সে।ফলে গোটা এলাকায় খুশির হাওয়া।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-